মেক্সিকোর হলিডে পার্টিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ১২
মধ্য মেক্সিকোর প্রদেশ গুয়ানাজুয়াতোয় একটি হলিডে পার্টিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (সাবেক টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে এই ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে।
উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।