মেক্সিকোয় বারে বন্দুক হামলা, নিহত ১২
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পৌর সরকার এ কথা জানিয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ৬ নারী ও ৬ পুরুষের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলা হয়নি।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছে। দেশটির কর্তৃপক্ষ ১১ জন নিহত হওয়ার কথা জানালেও কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।
গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উত্পাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে।
Victory awaits Are you ready to claim it Lucky Cola