মেট গালায় আলিয়ার বিপদে পাশে থেকেছেন প্রিয়াঙ্কা
এ বছরই প্রথম মেট গালায় অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বের তাবড় তারকাদের সঙ্গে তিনিও হেঁটেছেন রেড কার্পেটে। দেখিয়েছেন নিজের ফ্যাশন সেন্স।
ভারতীয় ডিজাইনারের ধবধবে সাদা প্রিন্সেস গাউনে পরীর মতো লাগছিলো আলিয়াকে। তবে প্রথমবার মেট গালায় গিয়ে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। আর আলিয়াকে সেই সমস্যা থেকে বাঁচান বলিউড সতীর্থ প্রিয়াঙ্কা চোপড়া।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মেট গালার আগে সিনিয়র প্রিয়াঙ্কার থেকে টিপস নিচ্ছিলেন আলিয়া। এক সাক্ষাতকারে আলিয়া জানান, গ্ল্যামার জগতে এতদিন ধরে থাকলেও তিনি আসলে মানুষটা খুব লাজুক। এই ধরণের বড়সড় ইভেন্টে সাধারণত একটু ঘাবড়েই যান তিনি। প্রিয়াঙ্কা যেহেতু আগেও দুবার এই ইভেন্টে গিয়েছেন, তাই তিনি পুরো বিষয়টা নিয়েই বেশ শান্ত ছিলেন। আলিয়াকে তিনি বোঝাচ্ছিলেন, রেড কার্পেটে পা রেখেই তাদের খুঁজে নিতে পারবেন তিনি।
মেট গালায় আলিয়ার অনেক আগেই ডেবিউ করে ফেলেছেন প্রিয়াঙ্কা। তাই বিপদের সময় প্রিয়াঙ্কার কথাই মনে হয়েছিল তার।
উত্তরে আলিয়া বলেন, তাকে খুঁজতে হবেই। কারণ প্রিয়াঙ্কাই তাকে বাথরুমে নিয়ে যাবেন। একা একা যাওয়ার সাহস হবেই না তার।
মেট গালা ইভেন্টে ভারতীয় ডিজাইনার প্রবাল গুরুং এর ডিজাইন করা গাউন পরে গিয়েছিলেন আলিয়া। আর সামাজিক মাধ্যমে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন শাশুড়ি নীতু কাপুর, ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি এবং দিদি শাহিন ভাট।
Destiny awaits—are you ready to seize it? Lucky Cola
Master your skills and rise to the top of the rankings! Lucky Cola