মেয়ে কোলে রণবীর-দীপিকার ফেক ছবি ভাইরাল
বলিউড দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের মেযের মুখ দেখার জন্য যেখানে অপেক্ষায় আছে ভক্তরা, সেখানে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। আর সে ছবি দেখে শোরগোল শুরু করেছে নেটিজেনরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের এডিট করা একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এ জুটি। আর এটি দেখে অনেকেই ধোকা খেয়ে ভাবছেন অভিনেতা-অভিনেত্রীর মেয়েকে প্রকাশ্যে এনেছেন। আসলে রণবীর-দীপিকার যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেটা গায়িকা নীতি মোহনের। নীতি এবং তার স্বামী নিহার পান্ডিয়ার সঙ্গে তাদের সন্তানের সেই ছবিটিকে এডিট করে তাদের দুজনের জায়গায় রণবীর ও দীপিকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
সত্এযি খবর হলো এখনও পর্যন্ত রণবীর বা দীপিকা কেউই তাদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি। গত সেপ্টেম্বর মাসে রণবীর এবং দীপিকা যৌথ ভাবে একটি পোস্ট করে জানান, ‘ওয়েলকাম বেবি গার্ল।’ সঙ্গে লিখে দেন তার জন্মের দিন অর্থাৎ ৮.৯.২০২৪।
সম্প্রতি দিওয়ালির আমেজে দীপিকা পাড়ুকোন তাদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ।
এই ছবি পোস্ট করে দীপিকা জানান তারা তাদের মেয়ের নাম রেখেছেন দুয়া। এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর।’
Test your strategy and claim your victory! Lucky Cola