মেলবোর্ন ও সিডনি মাতালেন ফারিয়া

Share Now..

নুসরাত ফারিয়া। একই সাথে গান, অভিনয় মডেলিং সবকিছুতেই সমান ব্যস্ততা তার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো শো শেষ করলেন। বর্তমানে এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। সেখান থেকেই ইত্তেফাককে জানান,‘দারুণ এক অভিজ্ঞতা হলো। দুটো স্টেজশো’তেই খুব ভালো রেসপন্স।’

উল্লেখ্য, বাংলাদেশে একই সাথে অভিনয় ও স্টেজে সমানতালে এই চাহিদা বজায় রাখা একমাত্র পারফর্মার তিনি। এই প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার এই অডিয়েন্স একদিনে তৈরি হয়নি। একটু একটু করেই তৈরি করেছি। আমি কমপ্লিট পারফর্মার হিসেবেই কাজ করার চেষ্টা করি। এবারের অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি দু’টি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি। একটা হলভর্তি ভালো অডিয়েন্স যেকোনো পারফর্মারের জন্য অনেক আনন্দের। অস্ট্রেলিয়াবাসী সেই কাজটিই করলো।’

উল্লেখ্য, এরই ভেতরে টলিউড, ঢালিউড দু’জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন। তবে মাঝে খানিক সময়ের বিরতিতে ছিলেন। কারণটি ছিল তার বাবা। হঠাত্ করেই ব্রেইন স্ট্রোকে বাবার অসুস্থতায় যেন সবকিছু উলট পালট হয়ে যায়। ঈদের আনন্দও থাকে না ঘরে।

নুসরাত ফারিয়া বলেন, ‘বাবা আমার কাছে অনেক কিছু। আমাকে ভীষণ বুঝেন ও সাহস দেন। অমন বাবা আছে বলেই এতদূর আসতে পেরেছি।’

এর মাঝে অত্যাধিক কাজের চাপে নিজেও খানিক অসুস্থ হয়ে হাসপাতালে যান। ফারিয়া বলেন,‘ক্যারিয়ারে নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই। সে কারণেই নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখি। মাঝে বাবার সেকেন্ড স্ট্রোকটা সত্যিই এলোমেলো করে দেয়। এখন অনেকটা ভালো। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়ায় এবারের শো’তে সহশিল্পী জায়েদ খানকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সবসময় আলোচনায় থাকতে চাওয়া জায়েদ খান ও তার ডিগবাজি ভাইরাল হবার পর তাকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজকদের এই কৌতূহলের কারণে অস্ট্রেলিয়ার শো নিয়েও নানান মুখরোচক আলোচনা তৈরি হয়েছে। এই শোয়ের ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় সিডনি অপেরার সামনে একই ছাতার নিচে নুসরাত ফারিয়া ও জায়েদ খান।

ছবিটি নিয়ে নেটিজেনরা নানান আলোচনায় মুখর হন কমেন্ট বক্সে। ফারিয়া বলেন, ‘আমরা সিডনি শোয়ের প্রমোশনের জন্য ছবিটা পোস্ট করি। আর জায়েদ খান সম্পর্কে বলবো। উনি আমার বড় ভাই এবং খুব ভালো মনের মানুষ।’

অস্ট্রেলিয়া শো শেষ করে নুসরাত ফারিয়া দেশে ফিরবেন ১০ মে। এসেই আপকামিং ছবির কাজ ও প্রচারণায় অংশ নেবেন। সামনে তার ‘ফুটবল ৭১’ ও ‘রকস্টার’ নামে দু’টি ছবি মুক্তি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *