মেশিন বিস্ফোরণে নিহত ২
\ আসিফ কাজল ঝিনাইদহ থেকে \
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে একটি কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতারা হলেন কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের সিংগা গ্রামের মিল্টন (২০) ও একই গ্রামের রামপ্রসাদ (২৭)। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মিজানের কাঠগোলায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ প্রসেসিং করা অবস্থায় বিকট শব্দে মেশিনের ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিলটন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর চিহ্ন ভিন্ন হয়ে যায়। এসময় আহত কোটচাঁদপুরের পাল্লা গ্রামের অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ওসি কোভিদ হোসেন মাতুব্বার ঘটনা নিশ্চিত করে জানান নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।