মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

Share Now..


উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সম্প্রতি হাঁটুর ইনজুরিতে পড়া লিওনেল মেসি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের সাথে পিএসজির ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে খেলেননি মেসি। কিন্তু তারপরেও আগামী ১২ ও ১৬ নভেম্বর বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন।

এছাড়াও প্রথমবারের মত স্কালোনি ছয়জন তরুণ খেলোয়াড় জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছেন।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। আর দুটি ম্যাচে জয়ী হতে পারলেও আগামী বছর কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *