মেসি-নেইমার নেই, এমবাপ্পের প্রতিবাদ
মেসি, নেইমার, এমবাপ্পে। সংক্ষেপে এমএনএম। বস্তায় বস্তায় টাকা ঢেলে অনেক শখ করে গড়া পিএসজির এই আক্রমণ ত্রয়ী কী ভেঙেই যাচ্ছে? বাতাস কিন্তু সে রকমই। আরো একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়ার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে মেসি-নেইমারকে ছেড়ে দিয়ে কিলিয়ান এমবাপ্পেকে নেতা বানিয়ে দল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে পিএসজি। সম্প্রতি প্রকাশিত পিএসজির একটি প্রচারণামূলক ভিডিওতে যেন সেই বার্তাই ফুঠে উঠেছে। স্বাভাবিকভাবেই সেই ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়।পিএসজির মৌসুমী টিকিটধারীদের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে বানানো একটা প্রচারণামূলক ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দলের অন্যতম বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার নেই। মানে তাদের ভিডিওতে দেখানো হয়নি। এমএনএম ত্রয়ীর আরেক সদস্য এমবাপ্পে থাকলেও তিনি ভিডিওটির বিষয়বস্তু নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ভিডিওটির বিষয়বস্তু নিয়ে পিএসজির সংশ্লিষ্ট কর্তাদের ধুয়ে দিয়েছেন এমবাপ্পে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাবে নিজের সম্পৃক্ততার বিষয় নিয়ে কথা বলছেন এমবাপ্পে। ভিডিওটিতে পিএসজির ম্যাচের অংশ বিশেষ, দর্শকদের উল্লাস-উন্মাদনা এবং ক্লাবটির তরুণ ফুটবলারদেরও দেখানো হয়। নেইমার শুধু মেসি-নেইমার। ক্লাবের প্রচারণামূলক ভিডিওতে মেসি-নেইমারের না থাকাটা নিয়ে ফ্রান্সে বেশ গরম আলোচনা শুরু হয়েছে। অনেকেই এর মধ্যদিয়ে পিএসজিতে মেসি-নেইমারের শেষ দেখে ফেলেছেন।
প্রচারণামূলক ভিডিওটিতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ‘আমাদের এই চারপাশ, মাঠ এবং পরিবেশ… পার্ক ডি প্রিন্সেস অনেক কিছুর সঙ্গেই যুক্ত। আমাদের ম্যাচ চলাকালে এটা মূলত দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করে থাকে। এই মাঠ আমাদেরকে লড়াইয়ের জন্য বাড়তি প্রেরণা এবং শক্তি জোগায়।’
ভিডিওটি প্রকাশের পর এমবাপ্পে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ‘আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। পিএসজি একটা অসাধারণ ক্লাব এবং খুব ভালো একটা পরিবার। কিন্তু এটা অবশ্যই কিলিয়ান সেন্ট জার্মেই নয়।’