‘মেসি-মেসি’ স্লোগান শুনে বোতলে রোনালদোর লাথি
Share Now..
সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। বৃহস্পতিবার (৯ মার্চ) আল নাসরকে ১-০ গোলে হারায় আল ইত্তিহাদ। সেই ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল ইত্তিহাদ। অন্যদিকে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রোনালদোর দল। আর তাই দলের এমন হারে মেজাজ হারান সিআরসেভেন। হারের পর ইত্তিহাদ সমর্থকরা খোঁচা মারেন রোনালদোকে। রোনালদোর সামনে ‘মেসি-মেসি’ স্লোগান দিতে থাকেন ইত্তিহাদ সমর্থকরা। মাঠে ইত্তিহাদ সমর্থকদের খোঁচা ও হারের জ্বালায় মেজাজ হারিয়ে মাঠ ত্যাগ করার সময় সাইড লাইনে থাকা পানির বোতলে জোরে লাথি মারেন রোনালদো। আল নাসরের হয়ে চারটি ম্যাচে ৭ গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন রোনালদো।