মোচিক ইউনিয়নের সাবেক সভাপতি লুৎফি কাদির আর নেই
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা লুৎফি কাদির (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রজিউন)। সোমবার রাত ৯ টার দিকে ঢাকার রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি দির্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরবাদ সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল ইদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার জানাজায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সহ স্থানীয় মুসুল্লিরা অংশ নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোচিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।