মোদিকে লাল গোলাপ দিয়ে স্বাগত জানালেন কঙ্গনা

Share Now..

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত বিজেপি প্রার্থী হিসেবে ভারতের লোকসভা নির্বাচন করছেন। বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক গাঁটছড়া বাঁধার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আনুগত্য জাহির করে এসেছেন কঙ্গনা। শুক্রবার লোকসভা নির্বাচনে কঙ্গনার হয়ে প্রচারনার জন্য মান্ডি সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিয়ে মান্ডিতে স্বাগত জানালেন কঙ্গনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মান্ডি সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা রনৌত। এদিন একমঞ্চে দেখা গেল মোদি ও কঙ্গনাকে। 

ছবিতে হিমাচলি টুপি ও অফ হোয়াইট শাড়িতে দেখা মিলল পাহাড়ি কন্যার। প্রধানমন্ত্রীর মাথাতেও ছিল হিমাচলি টুপি। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি আমরা আপনাকে মান্ডিতে স্বাগত জানাই।’  

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মান্ডি সফরের আগে কঙ্গনা একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। দেশের উন্নয়নে মোদির কাজের প্রশংসাও করেন তিনি।

এসময় কঙ্গনা বলেন, ‘বলিউড যখন আমাকে বহিরাগত মনে করত এবং আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করত। তারপরে, বিশ্বের বৃহত্তম দল, ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের বৃহত্তম নেতা, প্রধানমন্ত্রী মোদি মান্ডির মানুষের সেবা করার জন্য এবং তাদের কল্যাণে কাজ করার জন্য আমাকে বেছে নিয়েছেন। 

এই কাজের জন্য তারা বেছে নিয়েছেন এই পাহাড়ি কন্যাকে। এটা আমাকে গর্ব ও গৌরবে ভরিয়ে দেয়। হিমাচলের সমস্ত মহিলা ও নাগরিকদের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে শ্রদ্ধা নিবেদন করছি।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় কাজ করার দিন এসেছে। মোদির প্রশংসা করা ঠিক যেন সূর্যকে মোমবাতি দেখানোর মতো। তিনি যে কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ করেছেন তা অসাধারণ। এখন আমি তার দলের অংশ এবং দলীয় কর্মী হিসেবে মান্ডির উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।’

বক্তব্য শেষ করার সময় কঙ্গনা বছরের সেরা সাংসদ পুরস্কার জয়ের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, ‘বিজেপি এবং কংগ্রেস উভয় আমলে আমি আমার দক্ষতার ভিত্তিতে চারটি জাতীয় পুরস্কার জিতেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, যদি আমি এই নির্বাচনে জয়ী হই, তাহলে প্রথম বছরেই আমি মান্ডিবাসীর জন্য বছরের সেরা সংসদ পুরস্কার নিয়ে আসব।’ 

কঙ্গনা আগেই ইঙ্গিত দিয়েছেন নির্বাচনে জয় পেলে অভিনয় কেরিয়ারে ইতি টানতে পারেন তিনি। আগামীতে কঙ্গনাকে পর্দায় দেখা যাবে ইন্দিরা গান্ধী রূপে। ইমার্জেন্সি ছবিতে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা, এই ছবির পরিচালকও তিনি। নির্বাচনের জন্যই মুক্তি পিছিয়েছে ইমার্জেন্সির।

One thought on “মোদিকে লাল গোলাপ দিয়ে স্বাগত জানালেন কঙ্গনা

  • May 25, 2024 at 12:14 pm
    Permalink

    Howdy! This article couldn’t be written any better!
    Looking at this post reminds me of my previous roommate! He always kept talking
    about this. I will forward this information to him.
    Pretty sure he will have a good read. Thank you for sharing!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *