মোদিকে লেখা চিঠিতে যা বললেন শাহবাজ শরিফ

Share Now..

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শান্তির বার্তা দিয়ে গতকাল রবিবার (১৭ এপ্রিল) তিনি এ চিঠি পাঠিয়েছেন বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক ডন। চিঠিতে ভারত ও পাকিস্তানের পারস্পরিক শান্তি ও সমৃদ্ধির স্বার্থে জম্মু ও কাশ্মির বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, শুভ কামনা জানানোয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। ওই দিনই তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে। যেন আমরা আমাদের উন্নয়ন চ্যালেঞ্জের ওপর নজর দিতে পারি। পাশাপাশি জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’

চিঠিতে শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং তা নির্মূলে পাকিস্তানের ত্যাগ ও অবদানের কথা সবাই জানে। এটা বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অপরিহার্য। বিশেষ করে আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য।
শান্তি রক্ষা এবং দুই দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জম্মু-কাশ্মিরের মতো মূল ইস্যুসহ অন্যান্য বিরোধগুলো নিয়ে অর্থপূর্ণ আলোচনা করা যায়। এতে শান্তিপূর্ণ সমাধান ভালোভাবে অর্জন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *