মোদির নেতৃত্বে বসছে ভারত-মধ্য এশিয়ার দেশগুলোর সম্মেলন

Share Now..

প্রথমবারের মতো ভারত ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল (২৭ জানুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভার্চুয়ালি এই সম্মেলন আয়োজিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

ভারতের আয়োজিত এ ভার্চুয়াল সম্মেলনে নরেন্দ্র মোদী, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিচ মির্জিয়োয়েভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, তুর্কমেনিস্তানের গুরবানজির গুরবানজিদ ও কিরগিজ প্রজাতন্ত্রের সাদির জাপারভ অংশ নেবেন বলে জানা গেছে।

ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর এ সম্মেলন হতে যাচ্ছে এমন এক সময়ে যখন ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাছাড়া কাজাখস্তানেও রাজনৈতিক অস্থিরতা চলছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই সম্মেলন মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়নেরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *