মোবাইলে কথা বলতে বলতে ম্যানহোলে পড়লেন নারী
Share Now..
মোবাইল ফোনে আসক্তি ও অতিরিক্ত ব্যবহারে বিভিন্ন সময় গুরুতর দূর্ঘটনার খবর শোনা গেছে। তেমনি এবার মোবাইলে কথা বলতে বলতে এক নারী ম্যানহোলে পড়েছেন। এই ঘটনা ভারতের বিহার রাজ্যের পাটনায়।
রাস্তার খোলা ম্যানহোলে নারীর পড়ে যাওয়ার দৃশ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এরপর থেকে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারী মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় তার সামনে ছিলে এক ই-রিক্সা। কিন্তু ওই ই-রিক্সা সেখান থেকে সামনে চলে গেলে তিনি ম্যানহোলে পড়ে যান। ম্যানহোলটি রাস্তার মাঝখানে খোলা ছিল।
তবে ভাগ্য ভালো, সেসময় আশেপাশে লোকজন ছিল। তারা দ্রুত এসে ওই নারীকে ম্যানহোল থেকে টেনে তুলে।