মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার, ৫ জানুয়ারি ২০২৫ ভোট গ্রহণ

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং খুলনা-৩৫৮) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশের ফলে পূর্বের ঘোষিত তফসীল অনুযায়ী মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ি ৫ জানুয়ারি ২০২৫ ভোট গ্রহনের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। নির্বাচন স্থগিত আদেশের ফলে শ্রমিক অসন্তোষ এবং চলমান উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিভাগীয় শ্রম আদালত রাজশাহী এর বিজ্ঞ আইনজীবীর আইনি মতামত, বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *