মোবারকগঞ্জ স্টেশনে শোভা বর্ধনে গাছ রোপন করলেন পৌর মেয়র
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় শোভা বর্ধনের জন্য গাছ রোপন করা হয়েছে। গ্রীন ভয়েস নামে পরিবেশবাদি যুব সংগঠনের সহযোগীতায় শনিবার দুপুরে এ গাছ রোপনের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” শ্লোগান ুনয়ে স্টেশনের চারপাশসহ স্টেশন থেকে বের হয়ে মহাসড়ক পর্যন্ত প্রায় আড়াই শতাধিক দেবদারু ও রাধাচূড়া গাছের চারা রোপন করা হয়। গাছ রোপন উপলক্ষ্যে স্টেশন চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদি হাসান সজল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন ও গ্রীন ভয়েজের কেন্দ্রীয় সংসদের সদস্য আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।