মোহামেডানের পেছনে ছুটছে আবাহনী
মোহামেডান ৩:২ পুলিশ, আবাহনী ৩:১ শেখ রাসেল, ব্রাদার্স ২:২ চট্টগ্রাম আবাহনী
মোহামেডানের পোড়খাওয়া সমর্থকরা যারা, তাদের অনেকেই অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছিলেন। দল রেজাল্ট পাচ্ছিল না। ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে টাইব্রেকিংয়ে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মোহামেডানের সমর্থকরা আবার মুখ ফিরিয়েছে। খোঁজ নিচ্ছে দলের। প্রিমিয়ার লিগে গতকাল আরও একটি জয় পেয়েছে মোহামেডান। এবার তো কঠিন দলকে হারিয়েছে। নিজেদের ভেন্যু ময়মনসিংহে খেলতে নেমে মোহামেডান ৩-২ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে।
এই দুই দল এক দিন আগেও পুলিশের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে ছিল মোহামেডান। কাল কঠিন একটা জয় তুলে নিয়েছে পুলিশের বিপক্ষে। এখন পয়েন্ট টেবিলে সবার ওপরে বসুন্ধরা কিংস (৪ খেলায়, ১২) এগিয়ে থাকলেও মোহামেডান আছে (৪ খেলায় ১০) দ্বিতীয় স্থানে। এরপরই আবাহনী। তৃতীয় স্থানে আবাহনীর পয়েন্ট ৪ খেলায় ৭ (২ জয়, ১ হার, ১ ড্র)।
মোহামেডান পুলিশের সঙ্গে ভালো লড়াই হয়েছে। ২৭ মিনিটে জাফর ইকবালের গোলে এগিয়ে যায় মোহামেডান ১-০। ৩৪ মিনিটেই গোল ফেরত দেয় পুলিশ। কলম্বিয়ান ফুটবলার মাতেও পালাসিওস প্রেতেল সেটপিস থেকে দর্শনীয় গোল করেছেন তিনি, ১-১। সবার চোখ ফাঁকি দিয়ে বল মাতেওর পা থেকে মোহামেডানের জালে পেঁচিয়ে যায়। ৭০ মিনিটে মোহামেডানকে লিড এনে দিয়েছেন উজবেক ফুটবলার মোজাফফরভ। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে বাম পায়ে গোল করেন মোজাফফরভ, ২-১। ৭৯ মিনিটে মোহামেডানের মালির ফুটবলার অধিনায়ক সুলায়মান দিয়াবাতের গোল সাদাকালো দলকে আরও এগিয়ে দেয়, ২-১। মিনিট পাঁচেক পর আবার গোল হজম করে মোহামেডান। পুলিশের শাহেদ মিয়া গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।
আবাহনীর দ্বিতীয় জয়
আরেকটি জয় পেয়েছে আবাহনী। বাজেভাবে শুরু করা লিগে এবার দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। গতকাল গোপালগঞ্জের মাঠে আবাহনী ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ব্রাজিলিয়ান জনাথন এবং গ্রানাডার স্টুয়ার্টের গোলে ২-০ তে এগিয়ে ছিল আবাহনী। ৭৩ মিনিটে সুমন রেজার গোলে (১-২) ব্যবধান কমালেও ৮৫ মিনিটে আবার সেই স্টুয়ার্ট নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ জেতার কাজটা পাকা করেন, ৩-১। শেখ রাসেল আর খেলায় ফিরতে পারেনি। ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে আবাহনী এখন ৩ নম্বরে, মোহামেডানের পেছনে ছুটছে।
ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেন, ‘এটাকে পিছিয়ে থাকা বলা যায় না। ছোট দলের বিপক্ষেও আবাহনীর এখনো ম্যাচ বাকি আছে। আবাহনীও এগিয়ে আসবে। আমাদের চেয়ে ৩ পয়েন্ট দূরে, খুব বেশি কিছু না।’ এবারের লিগে প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে ফর্টিসের কাছে হেরে গিয়েছিল। শুক্রবার গোপালগঞ্জে কিংসের বিপক্ষে আবাহনীর ম্যাচ।
দুই গোলে এগিয়েও পারল না ব্রাদার্স
চট্টগ্রাম আবাহনীকে বাগে পেয়েও সুযোগ নিতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। এবারের লিগে ধুঁকছে ব্রাদার্স। গোলের বন্যায় ভাসছে ম্যাচের পর ম্যাচ। সেই ব্রাদার্স কাল মুন্সীগঞ্জের মাঠে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ (২-২) ড্র করে ঢাকায় ফিরেছে। সুফিলের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে আবার সুফিলের গোলে ব্রাদার্স আরও এগিয়ে যায়, ২-০। সেই ব্রাদার্স খেলার শেষ দিকে ২ গোল হজম করে জয়ের পথে যাওয়া ম্যাচটা হাতছাড়া করে ফেলে। ৮০ মিনিটে মান্নাফ রাব্বি এবং ৮২ মিনিটে নাসির চৌধুরী গোল করে চট্টগ্রাম আবাহনীর নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটা বাঁচিয়ে দেন।