মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চলতি শীত মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে বিকেল থেকেই তাপমাত্রা কমার সাথে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। সোমবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর সোমবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাদের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমের জেলায় সর্বনি¤œ তাপমাত্রা। দামুড়হুদা বাস রিকশাচালক খোকন মিয়া বলেন এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৫ ই নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৯ টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। তিনি আরো জানান, গরমের মধ্যে হটাৎ করে তসপমাত্রা কমে যাওয়ায় শীত বেশী অনুভূত হচ্ছে।

One thought on “মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *