মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চলতি শীত মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে বিকেল থেকেই তাপমাত্রা কমার সাথে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। সোমবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর সোমবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাদের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমের জেলায় সর্বনি¤œ তাপমাত্রা। দামুড়হুদা বাস রিকশাচালক খোকন মিয়া বলেন এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৫ ই নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৯ টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। তিনি আরো জানান, গরমের মধ্যে হটাৎ করে তসপমাত্রা কমে যাওয়ায় শীত বেশী অনুভূত হচ্ছে।
Rise to the top – Compete, play, and win! Lucky Cola