ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল
সাধারণ ক্রিকেট এবং ফুটবলে শেষ মুহূর্তে একাদশ জানিয়ে দেয় দলগুলো। তবে ইদানীং ক্রিকেটে একদিন আগেই একাদশ ঘোষণা করতে দেখা যায় পাকিস্তানকে। এবার সে পথেই হেঁটেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সবশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার জয় পেতে মরিয়া ব্রাজিল। এই ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর জেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।
বর্তমানে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোল ব্যবধানে।
Challenge your friends in the best online games! Lucky Cola