ম্যাচ শেষে ব্যাটিং অনুশীলনে সাকিব
Share Now..
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান। এই দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ১ রান করা আজ (রোববার) পঞ্চম ম্যাচে ১৭ বলে ২১ রান করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি নন সাকিব।
তাই পঞ্চম ম্যাচ শেষে নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে।মিরপুর শের-ই বাংলার সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন শুরু করেন এই টাইগার অলরাউন্ডার। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েন সাকিব। এতে ব্যাট হাতে খানিক ভুগছেন তিনি। ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়াতে মিরপুরে খেলা শেষ হতেই তাই ব্যাটিং অনুশীলনে নেমে পড়েন সাবেক এই টাইগার অধিনায়ক।