ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রাঞ্চাইজি নিয়ে ফুটবল একাডেমি করবে বসুন্ধরা

Share Now..

নিজেদের স্টেডিয়াম উদ্বোধন করতে এসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঘোষণা দিয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের নামকরণে বাংলাদেশে হবে ফুটবল একাডেমি। মাঠে উদ্বোধন অনুষ্ঠানে বললেন, ‘১ হাজার ছেলে একাডেমিতে সুযোগ পাবে।’ আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড হতেই একাডেমির অফার এসেছে।’

তিনি বলেন, ‘যখন এই কমপ্লেক্স সম্পন্ন হবে তখন গর্ব করার মতো হবে এটি।’ দেশের অন্য কোনো ফুটবল ক্লাব নিজেরা একটা ভেন্যু গড়ে তুলতে পারেনি, বসুন্ধরা কিংস সেটা করলো। এই প্রশ্নে আহমেদ আকবর সোবহান বলেন, ‘সিএসআর বলেন, দেশের স্বার্থে বলেন কিংবা দেশের সমৃদ্ধি বলেন, খেলার স্বার্থে আমরা পরিকল্পনা করছি। অন্যান্য ব্যবসায়ী যদি এগিয়ে আসেন তাহলে সেটি হবে আরও বড় উদ্যোগ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা রয়েছে দেশের খেলাধুলায়। তিনি সব সময় ব্যবসায়ীদের খেলায় অবদান রাখার অনুপ্রেরণা দেন।’
বসুন্ধরা গ্রুপ শুধু নিজেদের দলই নয়, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে জড়িয়ে তার দুই ছেলে। অন্যান্য ক্লাবকেও অর্থ সহযোগিতা দিয়ে থাকেন তারা। তবে তিনি বললেন, ‘আমি আবাহনীর সমর্থক। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর অনেকেই আবাহনীতে যেতেন না। তখন আমার ভাই আব্দুস সাদেক আবাহনীর জন্য কাজ করেছেন। সেই থেকেই আমি আবাহনীর সমর্থক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *