যথাযোগ্য মর্যাদায় ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Share Now..

\ ইবি প্রতিনিধি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে গার্ড অব অনারসহ প্রশাসন ভবন চত্ত¡রে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ হল প্রভোষ্টগণ, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্তর থেকে আরম্ভ হয়ে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধের পাদদেশ এসে মিলিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, ইউট্যাব, হল সমূহ, বিভিন্ন বিভাগ, ছাত্রলীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রগতিশীল-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবাসিক হল সমূহে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *