যশােরে কোন এলাকায় কখন লোডশেডিং এক নজরে দেখে নিন সময়সূচী
যশোর ওজলা প্রতিনিধি:
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে রীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ১৩ জেলার লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ওয়েস্টজোন পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ সিডিউল প্রকাশ করা হয়।
ওজোপাডিকো’র তথ্যমতে, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কাজীপুর, সারতী স্কুল, মুড়োলী, রামনগর, কচুয়া ও রাজারহাট এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। রাত ১টা থেকে ২টা পর্যন্ত রেল রোড ও এমকে রোড, বউ বাজার, উপশহর ক্লাব, বি-ব্লক বাজার, উপশহর কলেজ, সারতী টেক্সটাইল মিলস, রাত ২টা থেকে ৩টা তালতলা কবরস্থান, চোপদারপাড়া, সাদেক দারোগার মোড়, আরএন রোড, পূর্ববাড়ান্দিপাড়া, মোল্লাপাড়া, মাঠপাড়া, কালিতলা, লিচুতলা, ২নং কলোনী, রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত আশ্রম মোড়, রেলবাজার, ষষ্ঠিতলা, পোষ্ট অফিস পাড়া, রাত ৪টা থেকে ভোর ৫টা মুজিব সড়ক, রায়পাড়া, খড়কী, বড়বাজার কাটেরপুল, এইচএমএম রোড, মাছ বাজার, কাচা বাজার, নড়াইল কাচাড়ী, উমেষ চন্দ্র লেণ, ক্যান্টনমেন্ট কলেজ, খোয়ারাস্তা, পালবাড়ী মোড়, পোড়া মসজিদ, আরবপুর দিঘীরপাড় এলাকা, ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত মুজিবসড়ক, মিশনপাড়া, কারবালা রোড, সিভিল কোর্ট মোড় ও স্টেডিয়ামপাড়া, ঝুমঝুমপুর, বিজিবি, বিসিক, ঢাকা রোড, মহিহার, সিটি কলেজপাড়া, ভিসা অফিস, সাহাপাড়া, বালিয়াডাঙ্গা, শশ্মান রোড, পিন্টুর মোড়, ক্লাব মোড়ে লোডশেডিং হবে।