যশোরের অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে তিন জন গ্রেফতার
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামের ওমর ফারুক ওরফে সুমন (২৬) হত্যার ঘটনায় ঢাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুনিল চন্দ্র দাসের ছেলে ডালিম কুমার দাস (৩৩), কুমিল্লা জেলার দেবিদার উপজেলার ঠাকুরদাস নিয়োগি’র ছেলে অঞ্জন নিয়োগি (৪৯), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দৌলত মুন্সি’র ছেলে রিয়াজ (৩৮)। গ্রেফতারকৃতরা স্বর্ণ চোরাকারবারী চক্রের সদস্য। গত ১১ নভেম্বর বেনাপোল থেকে সুমনকে অপহরণ করে তারা। পরে তাকে মারধর করে হত্যা করে মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। ওই লাশ বৃহস্পতিবার উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের চক্রের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যায়। এ ঘটনায় সুমনকে সন্দেহজনক আটক করে তারা মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।