যশোরের আন্দলপোতা গ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস আর নিরব।।
যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ইরি মৌসুম শেষ। ধান কাটার পর গ্রামের মাঠ এখন ফাঁকা। সেখানে একসঙ্গে দৌড়ে আসছে ৫/১০টি গরুর গাড়ি। গরুর খুরের আঘাতে ধুলোয় ছেঁয়ে গেছে এলাকা। গাড়ি টেনে সামনে নেয়া গরুগুলোর সাজসজ্জায় বলে দিচ্ছিল এটি প্রতিযোগিতা। মাঠের দু’পাশে দাঁড়িয়ে সেই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছে হাজার হাজার মানুষ।
রবিবার (২৪ জুলাই) যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের মাঠে এই গরুর গাড়ি দল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় দিনভর চোখে পড়ে এমন দৃশ্য। আকাশ সংস্কৃতির দৌরাত্ম্য এবং কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন।
হারাতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন। যা দেখে আনন্দ উপভোগ করেন গ্রামবাংলার নারী-পুরুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা। বিলুপ্তপ্রায় এ প্রতিযোগিতা উপভোগ করতে শুধু লেবুতলা ইউনিয়নের মানুষ নয়, আশেপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক মানুষ।
প্রতি বছরের ন্যায় এবার আয়োজন করা হয় এই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন । এ প্রতিযোগিতায় পার্শ্ববর্তী যশোর ও ঝিনাইদহ থেকে গাড়িয়ালরা অংশ নিতে আসেন। সবমিলিয়ে ৫০টি গরুর গাড়ি নিয়ে কয়েক পর্বে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
লেবুতলা ডিপিকেববিআর যুব সমাজের উদ্যোগে ও লেবুতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের পৃষ্ঠপোষকতায় এই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ দুপুর ৩টায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন । এরপর করতালি ও জয় বাংলা স্লোগানের মুখর হয়ে ওঠে পুরো এলাকা । এরপর শুরু হয় প্রতিযোগিতা। সবশেষে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন এম.পি কাজী নাবিল আহমেদ।
লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন লেবুতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক লুৎফুর রহমান বিজু, যশোর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলমসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।