যশোরের আলোচিত সন্ত্রাসী বুনো আসাদের মৃত্যু
এস আর নিরব।।
যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত যশোরের আলোচিত সন্ত্রাসী আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ মারা গেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুনো আসাদ যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া বনানী রোডে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন বুনো আসাদের ছোট ভাই সাহিদুর রহমান। তিনি জানান, গত ৮ অক্টোবর রাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন আসাদ। তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সোমবার দুপুর ১২টার দিকে অপারেশন করার সময় মারা যান বুনো আসাদ।
নিহত আসাদুজ্জামান স্ত্রী উর্মি জামান অভিযোগ করে বলেন, আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার সন্তানদের নিয়ে আমি এখন কী করব। চঞ্চল, খবির হাসান এবং কাস্টমস কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জিসহ কয়েকজন মিলে তার স্বামীকে হত্যা করেছে বলে দাবি করেন নিহতের স্ত্রী উর্মি জামান।
তিনি আরও বলেন, আমার স্বামী স্থানীয় এমপি নাবিলের গ্রুপ করতো। আর যারা আমার স্বামীকে হত্যা করেছে তারা ভাড়াটে খুনি। আমার স্বামী অনিক ঝিলিক ডেইরি ফার্মের মালিক ছিল। গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় ৬ লক্ষ টাকা নিয়ে আমার স্বামী বাসায় ছিলেন। এ সময় তারা আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।
তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছোট ভাই সাইদুর রহমান চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিরা হলেন বেজপাড়া কবরস্থানের পিছনের মাঠপাড়ার সুমনের বাড়ির ভাড়াটিয়া কাসেমের ছেলে হাসান ওরফে খাবড়ি হাসান, বেজপাড়া বনানী রোডের আক্কাসের ছেলে চঞ্চল, একই এলাকার খোকনের ছেলে আকাশ ও রায়পাড়ার বিপ্লব।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আল মামুন জানান, প্রথমে পুলিশ চঞ্চলকে আটক করে। এরপর অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। পরে খাবড়ি হাসান অস্ত্র ও গুলিসহ আটক হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এর আগে যে হত্যাচেষ্টার মামলা হয়েছিল সেটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
Dive into a world of fantasy and unleash your inner hero! Lucky Cola