যশোরের চিহ্নিত সন্ত্রাসী আসিফ সহযোগিসহ আটক
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শংকরপুরের আসিফকে সহযোগিসহ আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। সহযোগি শংকরপুরের হারানকলোনীর বাবু মীরের ছেলে ইয়ামীর। এসময় আরেক সহযোগি রায়পাড়ার জাহাঙ্গীরের ছেলে ইকরামুল পালিয়ে গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক।
এস আই আব্দুল মালেক মামলায় উল্লেখ করেন, শংকরপুর মহিলা মাদ্রাসার সামনে উঠতি বয়সি যুবকেরা ক্ষমতার দাপট দেখানোর জন্য দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করে। তারা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে আটক করে। এসময় পালিয়ে যায় ইকরামুল। পরে তাদের কাছথেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসিফের অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদেরবিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার অন্যসহযোগিদেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।