যশোরের চৌগাছায় বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ প্রাইভেটকার চালক গ্রেফতার
এস আর নিরব যশোরঃ
যশোরের চৌগাছায় দুই মাসের পরিচয়ে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেছে ওয়াসিম ওরফে রুবেল (২২) নামে এক প্রাইভেটকার চালক। ধর্ষণের পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ওই শিক্ষার্থী নিজের বাবা-মার কাছে ঘটনা জানালে তারা ধর্ষকের মা-বাবার সাথে যোগাযোগ করলে তারা উল্টো হুমকি ধামকি দেয় শিক্ষার্থী ও তার মাকে। এরপর বাবা-মা ওই শিক্ষার্থীকে চরম গালমন্দ করেন (এমনকি ধর্ষিতাকে আত্মহত্যা করতে বলেন)। কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী নিজে চৌগাছা থানায় এসে কান্নাকাটি করতে থাকলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত ওয়াসিম ওরফে রুবেলকে (২০) আটক করেন।
পরে ওই শিক্ষার্থীর মা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আটক ওয়াসিম ওরফে রুবেলকে ধর্ষিতার মায়ের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৫ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওয়াসিম ওরফে রুবেল উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের বাসিন্দা এবং পেশায় প্রাইভেটকার চালক। আর ধর্ষিতা অন্য একটি ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং একটি গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থীর মা বলেন, দুইমাস আগে আমার বড় মেয়ে ওয়াসিম ওরফে রুবেলের প্রাইভেটকার ভাড়া করে আমাদের বাড়িতে আসলে আমার মেয়ের সাথে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে সে আমার নাবালিকা মেয়েকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ে যেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সর্বশেষ গত ২০ মার্চ আমার মেয়ে উপজেলার জামিরা গ্রামে আমার ভাইয়ের শ্যালক আলামিনের বাড়িতে বেড়াতে যায়। আমার মেয়ের সাথে যোগাযোগ করে ওয়াসিম ওরফে রুবেল সেখানে যায়। ওই সময় সে বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো ধর্ষণ করে। পরে সে আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আমার মেয়ে সকল ঘটনা আমাকে জানালে আমি রুবেলের বাবা ও মাকে জানানোর চেষ্টা করিলে রুবেল আমার ও আমার মেয়েকে ভয়ভীতি প্রদান করে।
ওয়াসিম ওরফে রুবেল আমার মেয়ের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার সাথে প্রেম-ভালবাসার সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার নাবালিকা মেয়েকে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি অভিযোগ করছেন বলেও লিখিত অভিযোগে জানান।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Enter a world of thrilling online challenges! Lucky Cola