যশোরের চৌগাছায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরের চৌগাছা থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ হোসেন দিঘলসিংহা গ্রামের সবুজ মন্ডলের ছেলে। সোমবার সকালে মাসিলা ধোনার খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধোনার খালে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা ওই মরদেহটি হুদাপাড়ার সবুজ হোসেনের ছেলে মিরাজ ওরফে চয়ন বলে শনাক্ত করে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *