যশোরের ঝিকরগাছার চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজা আটক
Share Now..
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজাকে (৩০) আটক করেছে পুলিশ। রেজা উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে। এসময় তার তাছথেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার সন্ধা সাড়ে ৬টায় এস.আই (নিঃ) মোঃ হেলাল উজ্জামানের নেতৃত্বে একটি টিম উপজেলার চান্দা গ্রাম থেকে তাকে আটক করে। পরে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, রেজার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ৫টি, চৌগাছা থানায় ১টি ও কোতয়ালী থানায় ১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।