যশোরের ঝিকরগাছায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে একজন নিহত, আহত-১

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী রুবেল হোসেন (৩০)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিগদানা নগর মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল বড় পোদাউলিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং আহত রুবেল উলাকোল গ্রামের জামাত আলীর ছেলে।

বাঁকড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একজনের মরদেহ ও একজন আহত অবস্থায় পুকুরে পড়ে আছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি সড়কের নিয়ন্ত্রণ হারায় এবং গাছে গিয়ে ধাক্কা দেয়। চালক ও আরোহীর মাথায় হেলমেট না থাকায় একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। তাৎক্ষণিক গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। অপরজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *