যশোরের বাঘারপাড়ায় যুব মহিলালীগের নেত্রী রনি ভৌমিকের ত্রাণ বিতরণ

Share Now..

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বাঘারপাড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাক্স, ও নগদ টাকা বিতরণ করেন বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাখার ক্রীড়া সম্পাদক রনি ভৌমিক। বাঘারপাড়া যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

শনিবার বাঘারপাড়া আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে খাদ্য সামগ্রী, মাক্স ও নগদ টাকা বিতারণের এই মহতী কাজের শুভ উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী।

এরপর নারকেলবাড়িয়া বাজারে নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে খেটে খাওয়া গরীব দুঃখী মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে বাঘারপাড়া উপজেলার নিম্নআয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে তার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সামগ্রী নগদ টাকা ও মাক্স বিতরণ করেন । লকডাউন চলাকালীন সময়ে এর আগেও তিনি দরাজহাট ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভাসহ বিভিন্ন স্থানে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ কাজের অব্যাহত রেখেছেন। করোনাকালীন সময় গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানোর এই মহতী উদ্যোগে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগতম জানিয়েছেন।

এ বিষয়ে রনির ভৌমিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের কঠোর বিধি-নিষেধ চলাকালীন সময়ে আমি আমার নিজস্ব তহবিল থেকে আত্মমানবতার সেবায় খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাশে এসে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের নেতাকর্মীসহ উপজেলার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে এই মহতী কাজের সার্বিক সহযোগিতা করায় আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আমার পরিবারের সহযোগিতায় বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়নে সকল খেটেখাওয়া কর্মহীন মানুষের পাশে আমার এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখব।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাঁখার ক্রীড়া সম্পাদক রনী ভৌমিক। বাঘারপাড়া যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক ও বর্তমান কাউন্সিলর বাঘারপাড়া পৌরসভা সম্পা রানী সরকার। বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের সদস্য রিক্তা রানী বিশ্বাস, তাহমিনা খাতুন, গোলাপী খাতুন,
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাঘারপাড়া উপজেলা শাখার আহ্বায়ক শচীন্দ্র নাথ বিশ্বাস। নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাঘারপাড়া উপজেলা শাখা বাবলু কুমার সাহা। বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের অন্যতম সদস্য ও নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের রজিবুল ইসলাম , রিঙ্কু হোসেন, ইমরান হোসেন, দাউদ হোসেন, তাঁজিল হাসান তাজ, রাসেল হোসেন, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *