যশোরের বাঘারপাড়ার খানপুরে সেচ পাম্পের হাউজে ডুবে প্রাণ গেল শিশুর
এস আর নিরব যশোরঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুরে দেড় বছর বয়সে পা রেখেছে সামিয়া। সবেমাত্র এক পা-দু পা করে হাটা শিখেছে সে। তার মা-বাবা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। তাদের চোখ ফাঁকি দিয়ে সামিয়া বাড়ির পাশে সেচ পাম্পের কাছে চলে যায়। এ সময় পানির হাউজে ডুবে মারা যায় শিশুটি।
সোমবার (২৮ মার্চ) যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত সামিয়া খানপুর গ্রামের বাপ্পারাজের মেয়ে। বাপ্পারাজ পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মা-বাবার চোখ ফাঁকি দিয়ে হাটতে হাটতে বাড়ির পাশে মনোরঞ্জনের সেচ পাম্পের কাছে চলে যায় সামিয়া। এ সময় পাম্পের পানির হাউজে পড়ে যায় সে। পাশেই খেতে কাজ করা এক ব্যক্তি সামিয়াকে হাউজের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার দেন। এ সময় শিশুটির মা-বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে,স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবাব শারমীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছেন। তার গায়ে বালু ও মাটি লেগে ছিল। পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।