যশোরের বারান্দিপাড়ায় মোস্তফার ভেজাল মবিল ধ্বংস, লাখ টাকা জরিমানা

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর শহরের বারান্দিপাড়ায় ভেজাল মবিলের গোডাউনে ভোক্তা অধিকারের সহায়তায় অভিযান পরিচালনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিপুল পরিমাণ মবিল জনসম্মুখ্যে ধবংস করা হয়। গুদামের মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায় ৩ বছরের জেল দিয়েছেন ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক তামান্না তাসনিম। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় মোস্তফাকে আটক করে পুলিশ। তবে টাকা পরিশোধ করা মাত্রই তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে পূর্ব বারান্দিপাড়ার তালতলা এলাকায় ভেজাল মবিল কারখানা খুঁজে পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন। তিনি তামিম, আবু ও শিল্পী খাতুনসহ সহপাঠিদের ডেকে ভুয়া ও ভেজাল মবিল গুদামে যান। এ সময় তাদের ওপর হামলা করে মূল হোতা গোলাম মোস্তফাসহ তার লোকজন। এতে দু’জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক তামান্না তাসনিম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এ সময় সেখানে সাংবাদিক ও এলাকার উৎসুক জনতার ভিড় জমে ওঠে। পুরো ঘটনা জেনে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষণিক পুলিশ গোলাম মোস্তফাকে আটক করে। ঘটনাস্থলে ধ্বংস করা হয় বিপুল পরিমাণ ভেজাল মবিল। ভেজাল মবিলের গুদাম আবিস্কারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও সাহসীকতার পরিচয় দিয়েছেন। তারা যেকোন অন্যায় ও অপরাধমূলক কর্মকাÐের বিরুদ্ধে এভাবেই কাজ করবেন-বলেন শিক্ষার্থী সুজনসহ তার সহকর্মীরা।

One thought on “যশোরের বারান্দিপাড়ায় মোস্তফার ভেজাল মবিল ধ্বংস, লাখ টাকা জরিমানা

  • September 13, 2024 at 1:34 pm
    Permalink

    Right here is the perfect blog for anyone who wants to find out about this topic.
    You realize a whole lot its almost tough to argue with you
    (not that I personally will need to…HaHa). You certainly put a fresh spin on a topic which has been discussed for
    a long time. Excellent stuff, just wonderful!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *