যশোরের মণিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত-৫
এস আর নিরব।।
যশোরের মণিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে চায়ের দোকান, হোটেলসহ অন্তত দশটি দোকানে স্বজরে আঘাত করে। এ সময় পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা-ছেলেও রয়েছেন।
নিহতরা হলেন, তহিদুর রহমান (৩৫), মীর সামছুর রহমান (৬০), হাবিবুর রহমান (৫২), হাবিবুর রহমানের ছেলে তাওসিফ (৭), ও জিয়াউর রহমান (৫০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।
Experience stunning graphics and intense action in our latest update! Lucky Cola