যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি \ আটক-৩

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মানব মন্ডল (৪২) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুন বিশ্বাসের জ্বালানী তেলের দোকানে। ওই দোকানে বসা অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করলে তার বাম উরুতে লাগে। ঘটনার পরপরই তাকে প্রথমে সুজাতপুর কাদু স্মৃতি ক্লিনিকে ও পরে অভয়নগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। কি কারণে তার উপর হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতা ডহর মশিয়াহাটীতে ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মণিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)। ঘটনার পরপরই মণিরামপুর ও অভয়নগর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *