যশোরের শার্শা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান জহির ও লিটন
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের শার্শা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি। গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবুল হাসান জহিরকে উপজেলা বিএনপির সভাপতি ও নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ (শার্শা), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ। নেতৃবৃন্দ জানায়, নেতাদের সঙ্গে সমন্বয় করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।