যশোরে অস্ত্র ও বোমাসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের চিহ্নিত চার সন্ত্রাসীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল বোমা, বোমা তৈরি সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আমজাদ হোসেন আকাশ, আলী রাজ বিশ্বাস ওরফে হিটারর রাজ, হৃদয় হোসেন আকাশ ও আল আমিন। তারা শংকরপুর ও টিবি ক্লিনিং এলাকায় বসবাস করেন। তারা সকলেই চিহ্নিত সন্ত্রাসী। তারা চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি অনেকের নামে হত্যা মামলাও রয়েছে। এ বিষয়ে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সহযোগিরা পুলিশ দেখে পালিয়ে যায়। তাদের মধ্যে রয়েছে ১৬ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী আলামিন ওরফে চোর আলামিন। এসময় তার সাথে ছিলো রায়হান, শংকরপুর এলাকার ইছামির ও হানিফসহ অজ্ঞাতরা। পরে পুলিশ সেখান থেকে ছয়টি ককটেল বোমা, বোমা তৈরির সরঞ্জাম, তিনটা গাছি দা, তিনটা চাইনিজ কুড়াল, দুইটি বার্মিচ চাকু উদ্ধার করা হয়। এঘটনায় কোতোয়ালি থানার এসআই তাপস কুমার বাদী হয়ে মামলা করেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আকতারুল ইসলাম বলেন, এ সন্ত্রাসীদের গডফাদার কারা এবং কাদের জোরে নানা ধরণের অপকর্ম করে যাচ্ছেন তাদের খুঁজতে মাঠে নেমেছে কোতয়ালি থানা পুলিশ। এদিকে, রোববার সকালে এ বিষয়ে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়টি মাথায় রেখে অভিযান পরিচালনা করছে পুলিশ। তাদের অভিযান অব্যাহত থাকবে।

One thought on “যশোরে অস্ত্র ও বোমাসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *