যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
এস আর নিরব যশোরঃ
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাতে ও রবিবার (১৪ নভেম্বর) ভোরে যশোর সদর ও অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, শনিবার চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ নভেম্বর) ভোরে অভয়নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের আরো পাঁচ সদস্যকে গ্রেফতার এবং আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, অভয়নগর উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়ার আরিফুল ইসলাম (২২), হেলাল শেখ (২২), ধোপাদী গ্রামের শিমুল গাজী (২১), শংকরপুর গ্রামের শিমুল গাজী (৩৪), পাঁচকবর গ্রামের ফিরোজ হোসেন মোল্লা (২৫) ও সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের হাসান আকন (২৩)।