যশোরে করোনার বুস্টার ডোজের গণটিকা মঙ্গলবার
Share Now..
এস আর নিরব যশোরঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল ১৯ জুলাই মঙ্গলবার
করোনা টিকার বুস্টার ডোজের গণটিকা দেয়া হবে।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, দেশব্যাপী করোনা টিকার ৩য় ডোজ/বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যে গণটিকা প্রদান করা হবে। করোনা টিকার ৩য় ডোজ/বুস্টার ডোজ হতে বাদ পড়া সকলকে টিকা গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। যশোর জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, জেলা পর্যায়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও সকল ইউনিয়ন ভিত্তিক সকাল সাড়ে ৮টায় থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির আওতায় ১৮ ঊর্ধ্ব বয়সীদের ফাইজার টিকা প্রদান করা হবে। যাদের ২য় ডোজ দেওয়ার ৪ মাস অতিক্রান্ত হয়েছে তাদেরকে বুস্টার ডোজ প্রদান করা হবে।