যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫০

Share Now..

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যশোরে গত ২৪ ঘন্টায় ৭২০জনের নমুনা পরীক্ষা করে ২৫০জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে ৯জন এবং উপসর্গ নিয়ে আরও ৬জন মারা গেছে। শনাক্তের হার প্রায় ৩৫শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৪০ সিটের বিপরীতে ২০২জন ভর্তি আছে। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি। সংক্রমণের এই উর্ধ্বগতি রুখতে হলে প্রশাসনের মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন সাধারণ জনগণ। আজও সাধারণ মানুষের বেপরোয়া চলাফেরার করতে দেখা গেছে। এদিকে গ্রাম অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রশাসন।

যশোরের ২৫০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের ১৪০ সিটের বিপরীতে ২০২জন ভর্তি আছে। যেসকল রোগী হাসপাতালে আনা হচ্ছে তারা খুব মুমূর্ষু অবস্থায় আসছে এবং ১০থেকে ১৫মিনিটের মধ্যে মারা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *