যশোরে গণপিটুনিতে যুবক নিহত

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের রাজারহাটে ফয়েজুল গাজী (২৭) নামে চোরসন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১১ ফেব্রæয়ারি) রাজারহাটের রামনগরের সুতিঘাটা এলাকা এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফয়েজুল গাজী (২৭)। তিনি যশোর সদর উপজেলার গোলদার পাড়া সতীঘাটা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
পুলিশ জানিয়েছেন, গতকাল রবিবার যশোরের রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় চোর সন্দেহে তাকে মারধর করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, ফয়েজুল গাজী একটি ইটভাটায় কাজ করেন। ভাটা থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চোর সন্দেহ করে স্থানীয়রা তাকে ধরে নিয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে। ফয়েজুল গাজী এধরনের কোনো কাজের সাথে জড়িত নন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারধর করেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *