যশোরে ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু
এস আর নিরব যশোরঃ
যশোরে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ভোরের সাথী সংগঠনের সদস্য ছিলেন।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আব্দুল হাকিমের যশোর শহরে ঘড়ির দোকান আছে। তিনি যশোরের ভোরের সাথী নামে একটি সংগঠনের সদস্য ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে খুব ভোরে হাটতে বের হন। হাটা শেষে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন। সকাল ৮টার দিকে রেলেগেট পার হচ্ছিলেন। এসময় বেনাপোলগামী বেতনা ট্রেন যাচ্ছিলো। হটাৎ পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই হাকিমের মৃত্যু হয়।