যশোরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, দুই প্রতারক আটক
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা করতে যেয়ে দুই প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। তারা শুধুই পুলিশেই নয়, বিভিন্ন সরকারী চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আটককৃতরা হলেন, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের পলাশ কুশারী ও দূর্গাপুর গ্রামের বুলবুল মোড়ল। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর থেকে তাদেরকে আটক করা হয়। একই সাথে তাদের কাছথেকে ১০০ টি ব্যাংক চেক , ৩১০টি বø্যাংক ষ্ট্যাম্প ও ১৪৭টি বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, যশোরে এ বছরে জেলা পুলিশের কন্সটেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন কেশরপুর উপজেলার মজিদপুর গ্রামের শ্যামল দাসের ছেলে সৌরভ কুমার দাস। তাকে চাকরি দেয়ার কথা বলে ১৩ লাখ টাকায় চুক্তি করে। এরপ্রেক্ষিতে তারা ফাঁকা চেক ও স্ট্যাম্প গ্রহণ করেন তারা। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হয়। এরপর ওই চেক ও স্ট্যাম্প দিতে নানা ধরণের তালবাহানা শুরু করে। পরবর্তিতে বিষয়টি ডিবির কানে আসলে এলআইসি টিমের এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম এ দুই প্রতারককে আটক করে। ডিবি পুলিশ আরও জানায়, তারা চাকরি দেয়ার কথা বলে চুক্তি করে চেক কিংবা স্ট্যাম্প নেন। কিন্তু তারা কারও সাথেই যোগাযোগ করে না। যেসব প্রার্থীদের স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি হয়ে যায় তাদের কাছথেকে নগদ টাকা হাতিয়ে নেন। আর যাদের হয়না তাদের ওই চেক ও স্ট্যাম্প নিয়ে নানা ধরণের প্রতারণা করেন। এসব করে তারা অল্পদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।