যশোরে পৃথক দু’টি অভিযানে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ১৫০ পিস ইয়াবাসহ আটক-২

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের বেনাপোল পোর্ট থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ১৫০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ শে নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম। জাহিদুল বেনাপোল বারোপোতা কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে। এ সময়ে তার সাথে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
অপর দিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম,জেলার মনিরামপুর উপজেলার কাশিমপুর লিয়াকতের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ অন্তর হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। অন্তর যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় বেনাপোল ও মনিরামপুর থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *