যশোরে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত তীব্র শীতে মাঠে-ঘাটে রাত কাটছে নেতাকর্মীদের

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরা সকলেই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মেহেদী মাসুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। একটি মামলা থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে মঙ্গলবারও জেলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শার্শা উপজেলার নাভারণ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান ও কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একদল সন্ত্রাসী তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। এ বিষয়ে জানতে চাইলে, বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, “বিএনপির আজ কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। দলের নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে ঘরে থাকছেন না। এই শীতের মধ্যে তারা গ্রামের মাঠে-ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছেন। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। জনগণ ঠিকই এর জবাব দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *