যশোরে বোতলজাত তেল খোলা তেল হিসেবে বিক্রির অপরাধে দোকানিকে জরিমানা

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরে খাজুরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বোতলজাত তেল খুলে খোলা তেল হিসেবে বিক্রির অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ সময় পণ্যের মূল্য তালিকা না ঝুনালোর অপরাধে আরও এক দোকানিকে জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এদিন বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত চলা অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করার অপরাধে পরিতোষ দত্ত স্টোরকে ২০ হাজার টাকা এবং লস্কার স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ কোন ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *