যশোরে মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Share Now..
এস আর নিরব যশোরঃ
যশোরে সোহেল রানা (২৮) নামে একজন মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষ ডলার। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের বেজপাড়া পুজা মন্ডপের পাশে এই ঘটনা ঘটে।
সোহেল রানাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রানা বেজপাড়া বিহারি পাড়ার ফেকু মিয়ার ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করেন, তার ফুফাতো ভাই ডলারের সাথে টাকা পয়সা লেনদেন আছে। সকালে পুজা মন্ডপের পাশ দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন। এসময় ডলার তার দুই হাত ও ডান পায়ের রানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ভর্তি করে মাসুদ রানাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।