যশোরে মায়ের উপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহ*ত্যা
Share Now..
এস আর নিরবঃ
যশোরে মায়ের ওপর অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। তন্নী মন্ডল বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের রাম মন্ডলের ছেলে।
পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে, পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো তন্নী। বিষয়টি মা দেখতে পেয়ে বকা দেয়। পরে সে ঘরের মধ্যে যেয়ে দরজা আটকে ঘুমানোর কথা বলে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে দেখতে পায় তন্নী ফ্যানের সাথে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
The adventure of a lifetime is waiting—join now! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola