যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১, একমুঠো সিমকার্ড উদ্ধার!

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে অভিযান জোরদার করেছে যৌথবাহিনী। একের পর এক অভিযানে মাদক সিÐিকেটের সদস্যদের গ্রেফতারে বাহিনী সদস্যরা বেশ সাফল্য দেখাচ্ছে। আজ সোমবারও মাদক স্পট শংকরপুর চোপদারপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, এক মুঠো সিমকার্ড ও নগদ টাকাসহ চিহিৃত মাদক কারবারী আজিজুর রহমানকে (২৬) আটক করা হয়েছে। এরআগে গত শনিবার রাতে রেলগেট রায়পাড়ায় যৌথবাহিনীর অভিযানে লেডি মাস্তান নামে পরিচিতি পাওয়া মাদক সম্রাজ্ঞী তিশা আক্তার প্রিয়া ও তার মাকে মাদকসহ আটক করে যৌথবাহিনী। তবে এখন পর্যন্ত মাদক সিÐিকেট ও কিশোর গ্যাংয়ের গডফাদাররা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। গোয়েন্দা সংস্থা ও সোর্স ব্যবহার করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন মহল। যশোর সদরের পুলেরহাট আর্মি ক্যাম্প সূত্রে শংকরপুর চোপদার পাড়ায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী আজিজুরকে আটক ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শংকরপুর মাদক ও চোরাচালান সিÐিকেট প্রধান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছে। তিনি ভাই-ছেলেসহ পরিবারের সদস্যদের মাধ্যমে সিÐিকেট পরিচালনা করেন। তার সিÐিকেটে অন্তত ৮০ থেকে ১শ জন নারী ও অর্ধশতাধিক শিশুসহ ৩ শতাধিক সদস্য রয়েছে। কেউ হোলসেলার, কেউ আবার খুচরা বিক্রেতা। তবে দিন শেষে গভীর রাতের মধ্যে সব হিসাব ও টাকা পৌঁছে যায় সিÐিকেট প্রধানের হাতে। একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, শংকরপুর চোপদারপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক সিÐিকেটের অন্যতম সদস্য আজিজুর রহমানকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার পিচ ইয়াবা, ১১৮৩০ টাকা, মোবাইল সিম কার্ড ১৪ টি, ৩টি মোবাইল ফোন সেট ও ইয়াবা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালি থানায় সোপর্দ করা হবে। এদিকে, যৌথবাহিনীর এই অভিযানে খুশি মাদক ও চোরাচালান বিরোধী সচেতন মহল। তাদের দাবি আগে ‘গডফাদারদের গ্রেফতার করা হোক। তাহলেই মিলবে মাদক ও অস্ত্র ভান্ডারের খোঁজ।

One thought on “যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১, একমুঠো সিমকার্ড উদ্ধার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *